ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সোসাইটি অফ ৯৬’র ফুটসাল সিজন-২ সম্পন্ন, চ্যাম্পিয়ন মারাদা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সোসাইটি অফ ৯৬’র ফুটসাল মানেই যেন তারার মেলা। দেশের নামকরা ফুটবল খেলোয়াড়দের মেলা বসে। রিদন, ধিমান, আনোয়ার, সানোয়ার, মোজাম্মেল, জাকিরদের মতো ফুটবলাররা তাদের এসএসসি ৯৬ ব্যাচের বন্ধুদের নিয়ে মাঠে বারুদ ঝরান। বয়স ৫০ ছুঁই ছুঁই করা সাবেক পেশাদার খেলোয়াড়দের দেখে মনে হবে যেন তারা ২০-২২ বছরের যুবক। যেমন সঠিক জায়গায় পাস দেওয়া, মার্কিং ঠিক রেখে গোল বারে শট, গোলকিপারদের দক্ষতার সঙ্গে রক্ষণভাগ সামাল দেয়া সবই ছিল চোখ ধাঁধানো। প্রতিটি মূহুর্তে উত্তেজনা ছড়িয়ে সম্পন্ন হলো সোসাইটি অফ ৯৬’র ফুটসাল সিজন-২ । এবার চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলেছে টিম মারাদা। রানার্স আপ হয়েছে স্টেডিয়াম কিংস।

২৩ নভেম্বর (শনিবার) রাতে চান্দগাঁওস্থ ফরচুন স্পোর্টস এরেনায় অনুষ্ঠিত ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ বিবেচিত হন মারাদার গোলকিপার মাসুদ। মাসুদ আবার ম্যান অফ দা টুর্নামেন্টের পুরস্কারও জিতে নেন। টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়েছেন মুসলিম হাই টাইগার্সের জিয়া রনি। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন স্টেডিয়াম কিংস দলের রিদন। রিদন চট্টগ্রাম মোহামেডান ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্বে আছেন। এবারের আয়োজনে ফেয়ার প্লে টিম বিবেচিত হয়েছে গেম চেঞ্জার। এছাড়াও খেলায় ময়মনসিংহ ৯৬ একাদশ এবং আগের সিজনের চ্যাম্পিয়ন সিলভার হক অংশ গ্রহণ করেছে।

খেলা শেষে সোসাইটি অফ ৯৬’র সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পদক ইশতিয়াক মাহমুদ জেনিথ, টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক সফদার, সদস্য সাইফুল, জেনিথ, সাকিব, আলমগীর, আনিস, আসাদ, আশফাক, ফারুক মনির, এরশাদ, পলাশ, জনি, সাগর, মুরাদ, সাজিদ এবং তৌহদ পুরস্কার তুলে দেন।

টিম মারাদা’র অধিনায়ক মামুনুর রশিদ সাগর প্রতিক্রিয়ায় বলেন, বন্ধুদের নিয়ে এমন আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে কেবল সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতায়। টুর্ণামেন্ট উপলক্ষে নিজ নিজ পেশায় প্রতিষ্ঠিত বন্ধুরা যেমন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বিজিএমই’র ডিরেক্ট, বিশ্ববিদ্যালয় শিক্ষক সবাই দুদিনের জন্য চট্টগ্রাম আসে। সব বন্ধু আবার স্কুল মাঠে খেলার অনুভূতি নিয়ে মাঠে নামে। পরিবার, পরিজন নিয়ে খেলা উপভোগ করে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের টুর্ণামেন্ট শেষ হলো। আগামীতে সোসাইটি অফ ৯৬ এই আয়োজন অব্যাহত রাখবে।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print