
কেন্দ্রীয় বিএনপির নির্দেশেনা অমান্য করে সম্প্রতি চট্টগ্রামের হাটহাজারীতে মোটরগাড়ি শোডাউন করেছেন আলোচিত ও সমালোচিত বিএনপির নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা । যিনি বিএনপির সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলম এর কন্যা।প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলম হাটহাজারী উপজেলা চেয়ারম্যান ও চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ছিলেন। ব্যারিস্টার শাকিলা ফারজানার এই মোটর শোডাউনকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন হাটহাজারী উপজেলা বিএনপির নেতাকর্মীরা। দলীয় নির্দেশ অমান্য করায় অনেকে শৃঙ্খলা ভঙ্গের দায়ের তার শাস্তি দাবী করেছেন।
জানা যায়,গত ৫আগষ্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকার পালিয়ে যাওয়ার পর বিএনপির সিনিয়র যুগ্ন-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপির সকলস্থরের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করে বলেন যে বিএনপির কোন নেতাকর্মী যে কোন ধরনের মোটর সাইকেল শোভাযাত্রা, মোটর শোডাউন করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাটহাজারীতে মোটর সাইকেল ও মোটর শোডাউন করে যাচ্ছেন ব্যারিস্টার সাকিলা ফারজানা, ইতোমধ্যে দলীয় সিদ্ধান্তকে অমান্য করে মোটরসাইকেল শোডাউন করাতে শোকজের মুখোমুখি হয়েছেন সাকিলা ফারজানা, সর্তক করেছে কেন্দ্রীয় দপ্তর।
এরপরও গত বুধবার ২২ জানুয়ারী’২০২৫ হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে মোটর সাইকেল ও মোটর শোডাউন করেছেন এই বিএনপি নেত্রী, যার ফলে সৃষ্টি হয়েছে যানজট, মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের মাঝে,
হাটহাজারীর স্থানীয় নেতাকর্মীরা বলেন, সাকিলা ফারজানা দুঃসময়ে বিদেশে থাকলেও হঠাৎ দেশে ফিরে দলের নির্দেশনাকে উপেক্ষা করে বারবার মোটরসাইকেল ও মোটর শোডাউন দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, যা সাংগঠনিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।
এবিষয়ে জানতে চাইলে হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক জাকির হোসাইন বলেন,৫ ই আগষ্টের আমাদের দলীয় নির্দেশনা রয়েছে কোন নেতা কোন ধরণের শোডাউন করতে পারবেননা। কিন্তু ব্যারিস্টার শাকিলা ফারজানা সেই নির্দেশনা অমান্য করে একের পর এক মোটর শোডাউন করে যাচ্ছেন। এতে করে দলীয় নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছে। তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেননা, ব্যারিস্টার শাকিলা ফারজানা তিনি দীর্ঘদিন দেশের বাহিরে ছিলেন। আমরা যারা হাটহাজারীতে দলীয় কাজ করি তারা দীর্ঘদিন হামলা মামলার স্বীকার হয়েছি। তিনি ৫ ই আগষ্টের পর বিদেশ থেকে এসে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে আমরা ধারনা করছি। এই বিষয়ে আমরা জেলা বিএনপি ও কেন্দ্রীয় দপ্তরে অভিযোগ দিয়েছি। আমরা তার বিরুদ্ধে দলীয় শৃঙঙ্খলা ভঙ্গের দায়ে তার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া নেওয়ার দাবী জানাই।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চট্টগ্রাম বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, আমি এই বিষয়ে কোন মন্তব্য করতে পারবোনা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেন, কোন ধরণের শোডাউন না করার বিষয়ে দলীয় নির্দেশনা রয়েছে। আমি আমার এলাকায় কয়েকটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। তখন আমাকে রিসিভ করার জন্য আমরা আত্নীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীরা কয়েকটি গাড়ী নিয়ে আসেন। এতে করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলে আমার মনে হয়না। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দাবী করে তিনি বলেন, আমার বাবা হাটহাজরী এলাকার ৪ বারের সাবেক সংসদ সদস্য ছিলেন। তার রেখে যাওয়া বাকী কাজগুলো আমি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি। আগামী সংসদ নির্বাচনে আমি যেন প্রার্থী হতে না পারি সেজন্য অনেকে ষড়যন্ত্র করছে।