
গোয়েন্দা পুলিশ পরিচয়ে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর ফ্ল্যাটে ডাকাতির চেষ্টাকালে ১১ জনকে আটক করেছে খুলশী থানা পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১০ টার দিকে দক্ষিণ খুলশীর ৩ নং রোড়ের সানমার রয়েল রিচ ভবনে এই ঘটনা ঘটে। সিএমপির উপ-কমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন- মোজাহের আলম (৫৫), মহি উদ্দিন (৪৫), মো. হোসাইন (৪২), মো. রোমেল (৪১), আবদুস সবুর (৩৭), মো. ওয়াজেদ (৩৬), আবদুল মান্নান (৩৫), মো. ইয়াকুব (৩৫), শওকত আকবর (২৮), রুবেল হোসেন (২৫) ও ওসমান (২৪)।
জানা যায়, গতকাল শুক্রবার রাতে ১৩ জনের একটি ডাকাত দল মাইক্রোবাসযোগে খুলশী ৩ নম্বর সড়কের সানমার রয়েল রিচ ভবনের সামনে এসে নিরাপত্তারক্ষীদের কাছে নিজেদেরকে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে ভবনে প্রবেশ করে। তারপর তারা ৮ম তলায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর ফ্ল্যাটে ঢুকে লুটপাট শুরু করে।
এ অবস্থায় আশপাশের লোকজনের সহযোগিতায় খুলশী থানা পুলিশ ৯ জনকে আটক করতে সক্ষম হয়। পরে আরও ২ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গোয়েন্দাদের ভুয়া পরিচয়পত্র, খেলনা অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।