বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ যেখানে ব্যাপক ব্যবসায়িক সুযোগ রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি এক অত্যাশ্চর্য উচ্চতায় পৌঁছানোর ক্ষমতা রাখে এবং এতে বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় সম্ভাবনা বিদ্যমান।
মঙ্গলবার (২২ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান। ইউনূস বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ, যার মোট জনসংখ্যা প্রায় ১৮ কোটি, এবং এর অর্ধেকের বয়স ৩৭ বছরের কম, যা প্রযুক্তির উন্নয়ন এবং সামাজিক পরিবর্তনের জন্য একটি বড় সুযোগ তৈরি করে।
অধ্যাপক ইউনূস আরও উল্লেখ করেন, বাংলাদেশ যদি তার প্রতিবেশী দেশগুলোর সমুদ্রের প্রবেশাধিকার পায়, তাহলে এটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র হতে পারে। তিনি বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের জন্য আহ্বান জানান এবং জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার বিনিয়োগকারীদের সর্বাত্মক সহায়তা প্রদান করবে।
তিনি বলেন, বাংলাদেশ সম্প্রতি একটি বিনিয়োগ শীর্ষ সম্মেলন আয়োজন করেছে, যেখানে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছে। ইউনূস আরও জানান, তার সরকার দেশটির অর্থনীতি, বিচার বিভাগসহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতগুলোতে সংস্কার নিয়ে কাজ করছে, যা আগের সরকার ধ্বংস করে দিয়েছিল।
সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এসডিজি বিষয়ক সচিব লামিয়া মোরশেদ এবং জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্য বর্ষীয়ান ব্যক্তিরা।