সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকার একটি শীপ ব্রেকিং ইয়ার্ডে দূর্ঘটনায় সাহেব মিয়া (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি খুলনা জেলার কয়রা থানার গগুনডাঙ্গা এলাকার আহাম্মদ মোড়লের পুত্র এবং উপজেলাধীন ফৌজদারহাট এলাকার কাশেম রাজার মালিকানাধীন কে,আর স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের শ্রমিক।
জানা যায়, রবিবার সন্ধ্যায় কে.আর শিপ ব্রেকিং ইয়ার্ডের আমদানি করা একটি স্ক্র্যাপ জাহাজের উপরে কার্টিং কাজ করছিলেন সাহেব মিয়া। কাজ করার এক পর্যায়ে নিরাপত্তা বেল্ট না থাকায় জাহাজের উপর থেকে নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। এ সময় ঘটনাস্থল থেকে আহতবস্থায় অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক সাইফুল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানান,“নিহত শিপব্রেকিং ইয়ার্ড শ্রমিকের ময়নাতদন্ত শেষে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”