
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিবিসি স্টীল নামে একটি শীপ ইয়ার্ডের পুরাতন জাহাজে আগুন লেগেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের (ঘাটগড়) সাগর উপকুলে অবস্থিত রাজা কাশেম এর মালিকানাধীন বিবিসি স্টীল শিপ ইয়ার্ডের জাহাজে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে।
পাঁচ ঘন্টাব্যাপী অগ্নিকাণ্ডে জাহাজটির ব্যাপক ক্ষতি হলেও ফায়ার সার্ভিস এবং ইয়ার্ড কর্তৃপক্ষ পরিমাণ জানাতে পারে নি।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানাগেছে, সকালে পুরাতন জাহাজে কাটিংয়ের কাজ করার সময় জাহাজের ইঞ্জিন রুমের পাশে আগুন লাগে। ইয়ার্ড কর্তৃপক্ষ আগুন লাগার খবর জানালে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পাঁচঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা মোঃ আবদুল্লাহ হারুন পাশা বলেন,‘‘বিবিসি স্টীল” শিপ ইয়ার্ডে পুরাতন জাহাজে গ্যাসের সাহায্যে লোহার প্লেট কাটার সময় আগুন লাগে। কুমিরা ফায়ার সার্ভিসের সব কটি ইউনিট এক সাথে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছি তবে ক্ষয়ক্ষতির পরিমান এ মুর্হুত্বে বলা যাচ্ছে না।
উল্লেখ্য যে, গতকাল একই মালিকের অন্য একটি শীপ ইয়ার্ড দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছিল।
এ ব্যাপারে বিবিসি ষ্টিলের মালিক এম এ কাশেম রাজা প্রকাশ রাজা কাশেমকে ফোন করা হলে তিনি বলেন, জাহাজে আগুন লেগেছে শুনেছি। তবে বিস্তারিত এবং ক্ষয়ক্ষতি কেমন হয়েছে তা বলছে পারছি না। আমি এখন ঢাকা এয়ারপোর্টে আছি। চট্টগ্রামে আসছি।