ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কুমিল্লা সিটি নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-চট্টগ্রামে সিইসি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের কোন পরিকল্পনা নির্বাচন কমিশনের নেই। এ ব্যাপারে সময় আসলে প্রয়োজন মতে ব্যবস্থা নেয়া হবে। এবং সিইসি বলেন নির্বাচন সুষ্ঠ এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা ইতোমধ্যে গ্রহন করেছে কমিশন।

তিনি আজ সোমবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুটি থানায় আনুষ্ঠানিক স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

আগামী সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার । সিইসি বলেন, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য আমরা কাজ শুরু করে দিয়েছি। সব দল অংশ গ্রহণের ক্ষেত্র তৈরি করছি।

‘মাগুরা স্টাইলে’ নির্বাচন আর হবে না উল্লেখ্য করে সিইসি বলেন, দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত আমরা সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করেছি। সামনে যে নির্বাচন পরিচালনা করার পরিকল্পনা সেগুলোও আশা করি ভালভাবে হবে। তিনি বলেন আমার বিশ্বাস যে সব রাজনৈতিক দল নির্বাচন কমিশনের উপর আস্থা রাখবে।

.

প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে যে সব বিষয় নিয়ে আলোচনা করা দরকার সে বিষয়ে প্রস্তুতি নিতে আরো কিছুটা সময় লাগবে। ভোটাররা যাতে নির্ভয়ে এবং নির্ভিঘ্নে ভোট দিয়ে কেন্দ্র থেকে বাড়ী ফিরে যেতে পারে সে ব্যবস্থাও গ্রহন করা হচ্ছে। নির্বাচনের সময় ভোট কেন্দ্রের আইন শৃংখলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রনে থাকেব বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন, সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, ড. অনপম সেনসহ পাঁচ বিশিষ্ট নাগরিকের হাতে সিইসি স্মাট কার্ড তুলে দেন।

পর্যায়ক্রমে দেশের প্রত্যেক এলাকায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে বলেও তিনি জানান।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডবলমুরিং এবং কোতোয়ালী থানার ভোটারদের মাঝে আগামী ১৬ মার্চ থেকে স্মাট কার্ড বিতরণ শুরু হবে। আজ আনুষ্ঠানিক ভাবে

চট্টগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল(অব.) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনের সচিব মো. আবদুল্লাহ, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী,চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা ।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট