চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলবাহ এলাকায় সড়ক দুর্ঘটনা চট্টগ্রাম বেসরকারি বিশ্ববিদ্যালয় বিজিসি ট্রাস্ট এর প্রায় ১০জন ছাত্র আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বুধবার বিকাল ৪টায় দুর্ঘটনায় শিক্ষার্থী বহনকারি একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র আকমল হোসাইন বলেন, শহর থেকে বিশ্ববিদ্যালয় যাচ্ছিল বাসটি। পথে মধ্যে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে অনেক ছাত্র আহত হয়।