সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রমের সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকায় মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স নামক কালো তেলের ডিপুকে পরিবেশ দূষণের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স না থাকায় ডিপুটি সীলগালা করে দেওয়া হয়।
আজ (৩০ মার্চ) বৃহস্পতিবার সাড়ে ১১ টার সময় সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এর নের্তৃতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন যাবত পুরাতন জাহাজের পোড়া তেল দেশীয় পদ্ধতিতে প্রক্রিয়াজাত করে তা বিক্রি করছে। যা গাড়ির ইঞ্জিনের জন্য মারাত্বক ক্ষতি।
এছাড়া কালো তেলের ডিপুর আশ পাশের পুকুর,ডোবার পানি দুষিত হয়ে কালো আকার ধারন করছে। বিসমিল্লাহ ট্রেডার্স এর মালিক মোহাম্মদ ইমন জানান, তার ডিপুর পরিবেশের কোন ছাড়পত্র নেই। তবে ছাড়পত্রের জন্য চেষ্টা করছেন। পরিবেশের লাইসেন্স না পাওয়া পর্যন্ত ডিপুটি সীলগালা করে দেওয়া হয়।