Search
Close this search box.

সীতাকুণ্ড কৃষকদল নেতাকে গ্রেফতারের কথা স্বীকার করেছে পুলিশ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print
.

রাতে সাদা পোষাকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর সকালে সীতাকুণ্ড কৃষক দলের নেতা মোহাম্মদ সেলিম উদ্দিনকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছে পুলিশ।

আজ শনিবার সকাল সকাল সাড়ে ১০টায় সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান জানান, বিএনপি নেতা সেলিম চারটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে আমরা গ্রেঢতার করেছি। আজ আদালতে হাজির করা হবে।

গ্রেফতারকৃত সেলিম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়ারঢালা ইউনিয়ন কৃষক দলের সেক্রেটারী বলে জানা গেছে।

গত রাতে তার পরিবার থেকে অভিযোগ করা হয়েছিল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বারৈয়ার ঢালা ইউনিয়নের বৌদ্ধ পুুুকুর বাজার থেকে সীতাকুণ্ড থানার এস আই সোজা এবং এস আই মনিরের নেতৃত্বে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সেলিমকে তুলে নিয়ে যায়।

সীতাকুণ্ড উপজেলার বিএনপি নেতা জহিরুল আলম মধ্যরাতে পাঠক নিউজকে এ খবর নিশ্চিত করেন। রাতভর চেষ্টা করেও এ ব্যাপারে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

রাত ১২টা থেকে সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসানকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

আটক করে নিয়ে যাওয়া সেলিম উদ্দিনের ভাগিনা মসিউদদোলা ইমন রাত ১টার দিকে জানান, আমরা পরিবারের কয়েকজন সদস্য সীতাকুণ্ড থানার সামনে দাড়িয়ে আছি পুলিশ আমাদেরকে থানায় ঢুকতে দিচ্ছে না। আমার মামাকে ধরে এনে থানায় রেখেছে নাকি অন্য কোথাও নিয়ে গেছে সে ব্যাপারে পুলিশ কিছু বলছে না।

তিনি বলেন, মামার নামে ৪/৫টা রাজনৈতিক মামলা রয়েছে।

সারাদেশ

২৬ জুলা ২০২৪

নাহিদ ইসলামসহ কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছেন সাদাপোশাকের এক দল ব্যক্তি। তাঁরা

রাজনীতি

২৫ জুলা ২০২৪

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

জাতীয়

১৮ জুলা ২০২৪

সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি নন কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। তাদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৮ জুলাই)