
চট্টগ্রামের সন্দ্বীপে ইঞ্জিন বোট ডুবির ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঘটনাস্থল গুপ্তছড়া থেকে তিন কিলোমিটার দুরে সাগরে ৩টি লাশে উদ্ধার করা হয়।
আজ সোমবার সাড়ে ৮টায় সন্দ্বীপের কাছিয়াপাড় এলাকা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
৪টি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক শামসুল আরেফিন এবং সন্দ্বীপ থানার ওসি মো. সামশুল ইসলাম এবং ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন।
তবে উদ্ধার করা এসব লাশের পরিচয় পাওয়া যায়নি।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামশুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দুরে রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস কোস্টগার্ড ৩ জনের লাশ পাওয়া যায়। আমরা তাদের স্বজনদের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে উদ্ধারকারী দল সন্দ্বীপের কাছিয়ারপাড় এলাকা খেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে। এনিয়ে মোট ৪ জনের মৃতদেহ এবং ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য রবিবার সন্ধ্যার দিকে সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটের কাছে লালবোট নামে ছোট ইঞ্জিন চালিত বোট ডুবে যায়। বোটটিতে ঠিক কতজন যাত্রী ছিল তা কেউ সুনির্দ্দিষ্ট করে বলতে পারেননি।
তবে কোস্টগার্ড এবং স্থানীয়রা জানান, বোটটিতে অন্তত ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিল। তার মধ্যে মধ্যরাত পর্যন্ত ২৬ জনের মত উদ্ধার হয়েছে জানাগেছে।
কোস্টগার্ড পূর্ব জোনের কর্মকর্তা ক্যাপ্টেন শহিদুল ইসলাম বলেন, সীতাকুণ্ডের কুমিরা থেকে রবিবার বিকালে এমভি সালাম নামে একটি সী ট্রাক প্রায় ৩শ যাত্রী নিয়ে সন্দ্বীপ যায়। এটি গুপ্তছড়া ঘাটের অদূরে নোঙ্গর করার পর যাত্রীরা লাল বোটে উঠার সময় প্রচন্ড বাতাসের কারণে বোটটি ডুবে যায়। এসময় বোটটিতে ৪০ জনের মত ছিল। ইতোমধ্যে ২৬ জনের মত উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে আমাদের কোষ্টগার্ড টিম উদ্ধার কাজ চালাচ্ছে।
সন্দীপে ইঞ্জিন বোট ডুবি’র আরো খবরঃ
সন্দ্বীপে ইঞ্জিন বোট ডুবি: উদ্ধার ২৬: নিখোঁজ-১২, নৌ চলাচল বন্ধ