ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে হেপাটাইসিস-বি টিকা নিয়ে প্রতারণার: ৩ স্বাস্থ্য কর্মী আটক

????????????????????????????????????

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

৪ স্বাস্থ্যকর্মীকে আটকের পর তরুণীটিকে ছেড়ে দেয়া হয়।

অবৈধভাবে স্বাস্থ্য কর্মী সেজে টাকার বিনিময়ে হেপাটাইসিস-বি টিকা দেয়া কালে নগরীর বন্দর থানাধীন ৩৭নং ওয়ার্ডস্থ হালিশনর আনন্দ বাজার এলাকা থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে টিকাদানের বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ।

আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে।

আনন্দ বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়।

আটক ৩ জন হলো- মা ও শিশু উন্নয়ন সংস্থার তথ্য উপাত্ত সংগ্রহকারী মোঃ কুতুব উদ্দিন রাজু, তথ্য উপাত্ত সহকারী ও কাউন্সিলর মোইমিনুল ইসলাম টিটু এবং টিকা দান সহকারী মাকসুদুর রহমান (মাসুদ)।

চট্টগ্রামের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈনুল ইসলাম বিষয়টি স্বীকার করে বলেন, অনুমোদন ছাড়া আটককৃতরা বিভিন্ন স্থানে গিয়ে স্বাস্থ্য বিভাগের কর্মী পরিচয় দিয়ে টাকার বিনিময়ে টিকা দিয়ে আসছিলো। অথচ তারা কোন ডাক্তার না।
আজ দুপুরে এলাকার লোকজন তাদের আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাদের ৩ জনকে আটক করেছে।

এলাকার লোকজন  স্বাস্থ্যকর্মীদের ঘিরে রাখে।

এলাকার লোকজন জানায়, শনিবার সকালে ৪ জন টিকাকর্মী হালিশহর আনন্দ বাজার স্কুলে গিয়ে হেফাটাইসিস ভ্যাকসিন দিতে থাকে মোটা অংকের টাকা নিয়ে। কয়েকজনকে টিকা দেয়ার পর তারা অসুস্থ হয়ে গেলে এনিয়ে এলাকার লোকজন স্কুলটি ঘেরাও করে রাখে। এক নারীসহ ৪ জনকে আটক করে।

আটক স্বাস্থ্য কর্মীদের পরিচয় পত্র।

পরে সেখানে যান ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর হাজী শফিউল আলম (শফি)। তিনি জানান ঐ সংস্থার কাগজ পত্র যাছাই-বাছাই করে দেখা গেছে যে, তাদেরকে স্বাস্থ্য ও ইভটিজিং এবং জঙ্গিবাদ বিষয়ে সচেনতার প্রচারে কাজে ঢাকার মহাখালী স্বাস্থ্য বিভাগ থেকে অনুমোদন দেয়া হয়েছে। কোন টিকা দেয়ার অনুমোদন নাই। তাছাড়া তারা আমাদের কাছ থেকে কোন অনুমতিও নেয়নি।

.

টিকা নেয়ার পর অসুস্থ্য শাফিন (১৭) নামে এক যুবক জানান, আমি আজ (শনিবার) টিকা নিয়েছি। এর পর থেকে আমার ডান হাত ফুলে গেছে।এছাড়া টিকা নিতে আসা নারী শারমিন গৃহ বধু, রোকেয়া,রানু আক্তার এবং যুবক শিবলু জানান এরা বিগত কয়েক বছর ধরে এখানে মাসের ৮তারিখে টিকা দিয়ে নিরীহ লোকদের প্রতারণায় ফেলছেন। আজ আমরা বিষয়টি জেনে সকাল থেকেই প্রতিরোধ করি। আজ সকাল থেকে এই পর্যন্ত ৫জনের অসুস্থ্য হয়ে পড়েছে।

উদ্ধার করা টিকার সরঞ্জাম।

এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ঢাকা মহাখালীর (ইপিআই ) ভবনের মা ও শিশু উন্নয়ন সংস্থা (মাশিউসস) এর পরিচালক আজাদ জানান, তারা আমাদের প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী। তাদের টিকা দেয়ার অনুমোদন রয়েছে। তিনি বলেন ঠিক দিতে ডাক্তার প্রয়োজন কেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়েই আমার টিকা দিয়ে থাকি। এর বাইরে তারা যদি কোন ধরণের প্রতারণা করে থাকে তাহলে সেটা আইনগতবাবে যা হয় হবে।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print