
চট্টগ্রামে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-জিয়াউর রহমান (১৮) ও জিল্লুর রহমান (১৮)।
শনিবার রাতে নগরীর বায়েজিদ ও পটিয়া উপজেলা পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন দাশ জানান, পটিয়ার কুলাগাঁও এলাকার নুসরাত জাহান ডকইয়ার্ডে সিলিং ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন জিয়াউর রহমান।
অন্যদিকে বায়েজিদ বোস্তামী থানার রুবি গেইট এলাকার অয়েল পয়েন্ট নামের একটি কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন জিল্লুর।
দুজনকেই রাত ১২টার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, আগেই তাদের মৃত্যু হয়েছে।