
চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে রুবি আক্তার (৩০) নামে এক গৃহবধূ শিশু সন্তানসহ রহস্যজনক নিখোঁজ হয়েছেন। রবিবার দুপুরে এ ঘটনার পর রাতে এ নিয়ে রাঙ্গুনিয়া থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।
নিখোঁজ রুবি আক্তারের স্বামীর নাম মো. শাহজাহান। তিনি রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব শান্তিরহাট এলাকার বাসিন্দা। তবে শাহজাহান দীর্ঘদিন যাবত সৌদী আরবের রিয়াদে অবস্থান করছেন।
শশুর পরিবারের ধারণা রুবি অন্য কোন যুবকের সাথে পালিয়ে গেছেন।

এ ব্যাপারে রুবির দেবর মো. টিপু পাঠক ডট নিউজকে জানান, রবিবার দুপুরের দিকে আমার বড় ভাইয়ের স্ত্রী রুবি তার ৩ বছরের শিশু সন্তান এবং ১২ বছরের ভাগিনাকে নিয়ে আমাদের বাড়ি থেকে বের হন বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে।
ভাবীর বাবার বাড়ি একই উপজেলার সরফভাটা ইউনিয়নে। তার বাবার নাম নুরুল আমিন।
তারা শান্তির হাট বাজারে পৌছার পর সঙ্গে থাকা ভাগিনাকে রাস্তার পাশে দাড় করিয়ে সামনে একটি মাজারে জেয়ার করার কথা বলে গেলে আর ফিরে আসেনি। বিকাল পর্যন্ত ঐ ভাগিনা অপেক্ষা থেকে বাড়িতে ফিরে গিয়ে জানালে আমরা পরিবারের লোকজন ভাবীর নিজবাড়ি সরফভাটা এবং নিকট আত্মীয় স্বজনদেরকাছে খোঁজ খবর নিয়েও ভাবী কোন সন্ধ্যান পাচ্ছি না বলেন টিপু।
এদিকে এ ব্যাপারে জনবহুল শান্তিহাট বাজারে খোঁজ খবর নিয়ে আশেপাশে ব্যবসায়িদের সাথে কথা বলে কোন ধরণের অপহরণ কিংবা নারী ঘটিত কোন ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে জানান রুবির শশুর পরিবার। তাই তাদের ধারণা মূলত বাবার বাড়ি যাওয়ার অজুহাতে রুবি শিশু সন্তান নিয়ে অন্যকোন যুবকের সাথে পালিয়ে গেছে।
তবে এ ব্যাপারে কোন মন্তব্য করতে চান নি রাঙ্গুনিয়া থানা পুলিশ। রুবি নিখোঁজের ব্যাপারে রবিবার রাতে একটি সাধারণ ডায়রী (নং-৪১৫/ তাং-৯/০৪/২০১৭ ইং) দায়ের করা হয়েছে জানিয়ে রাঙ্গুনিয়া থানার ডিউটি অফিসার এসআই মোহাম্মদ সফিক জানান, আমরা খোঁজ খবর নিচ্ছি এ গৃহবধূর সন্ধ্যান পেতে। অন্য কোন যুবকের সাথে পালিয়ে যাওয়ার সম্ভনাকে নাকচ করে দিয়ে তিনি বলেন, হয়তো এমনও হতে পারে স্বামী বা শশুর বাড়ির সাথে অভিমান করে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে উঠেছে। দু একদিন পর হয়তো ফিরে আসবেন।