
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন চৌমুহনী হালিশহর রোড এলাকায় একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৮ (আট) হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় পিকআপ চালক জাহিদুল আলম (২৫) কে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আনোয়ার হোসেন বলেন, পিকআপ চালানোর আড়ালে দর্ঘিদিন যাবত ইয়াবা পাচারে জড়িত জাহিদুল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।