
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধাীন সল্টগলা ক্রসিং এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। নিহতের নাম মো: জনি (৩০)। এ ঘটনায় আহত হয়েছে সেলিম নামে আরো এক যুবক।
গতকাল শুক্রবার রাতে পতেঙ্গা সী বিচে নববর্ষ অনুষ্ঠান শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে বলে জনির স্বজনরা জানায়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া বলেন, রাতে আহতবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে আসলে জনিকে ডাক্তার মৃত ঘোষণা করে। আহত জনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জনির ভাই রাজু বলেন, রাত সাড়ে ১১টার দিকে এক বন্ধুসহ পতেঙ্গা বীচ থেকে বাসায় ফিরছিলেন জনি। সল্টগলা ক্রসিং এলাকায় এলে একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দিয়ে চলে যায়।
পুলিশ জানায় জনির বাড়ী নগরীর বায়েজিদ থানা এলাকায়। তার বাবার নাম মো. আসাদুজ্জামান।
এব্যাপারে থানায় মামলা হয়েছে।