ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

২৫ এপ্রিল চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলী খেলা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাইল ছবি।

আগামী ২৫ এপ্রিল চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলা অনুষ্ঠিত হবে। নগরীর লালদীঘি মাঠে অ নুষ্ঠিত হবে চট্টগ্রামের ১০৯ তম এ ঐতিহ্যবাহী বলি খেলা। এ ছাড়া এ উপলক্ষে নগরীতে বসবে মাসব্যাপি মেলাও।

বৃটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা প্রচলন করেছিলেন।

জানাযায় ১৯০৯ সালে লালদীঘি সংলগ্ন স’ানীয় বদরপাতি এলাকার বাসিন্দা আবদুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলনে চট্টগ্রামের যুবশক্তিকে উদ্বুদ্ধ করতে শুরু করেছিলেন “বলীখেলা”। ওই বছরের ১২ বৈশাখ শুরু হওয়া দেশীয় কুস্তির এ লড়াই চলছে আজও। এবার বসছে ১০৫তম আসর। শক্তিপরীক্ষার লড়াইয়ে অংশ নিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা ছাড়াও কুমিল্লা, ভোলা, ব্রাক্ষণবাড়িয়াসহ দেশের নানা অঞ্চল থেকে বলীরা জড়ো হন লালদীঘিতে।

.

২৫ এপ্রিল বিকাল তিনটার পর শুরু হবে মল্লযুদ্ধ। লালদীঘি মাঠের মাঝখানে বানানো হয়েছে মঞ্চ। মেলা কমিটির সভাপতি আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী বলেন, দেড় শতাধিক বলী এবার খেলায় অংশ নিতে পারেন। “চ্যাম্পিয়নকে ২৫ হাজার টাকা ও রানার আপকে ১৫ হাজার টাকার পাশাপাশি ট্রফিও দেয়া হবে।”

জব্বারের বলিখেলা উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় এ তথ্য জানান আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারী।

শুক্রবার দিবাগত রাতে বদরপাতি জব্বার হাউস কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় চট্টগ্রাম মেট্্েরাপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার এই প্রতিযোগিতা উদ্বোধন করবেন ।

জব্বারের বলি খেলার প্রস্তুতি সভা।

এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদলের পরিচালনার চট্টগ্রামের ঐতিহাসিক ১০৯তম বলী খেলা ও বৈশাখী মেলা সফল ও সার্থক করার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন, কাউন্সিলর মোঃ ইসমাইল বালী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সাবেক কাউন্সিলর আবদুল মালেক, সাবেক কাউন্সিলর মুহাম্মদ জামাল হোসেন,আক্তার আনোয়ার চঞ্চল, নুর মোহাম্মদ লেদু, আওয়ামী লীগ নেতা আবুল মনসুর, মোহাম্মদ ইব্রাহিম, দিদারুল আলম, মোহাং ইছমাইল, মোহাম্মদ মুরাদ খাঁন ও মোহাম্মদ আজাদ।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print