
বন্দর পতেঙ্গা প্রতিনিধিঃ
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন অাকমল অালী রোডের একটি ভবনে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা সহ মোহাম্মদ মনির হোসেন (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে অাটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে নবী নিবাস নামে ভবনের দ্বিতীয় তলায় অাটককৃত মনিরের বাসায় তল্লাশি চালিয়ে সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
মোঃ মনির হোসেন খুলনা জেলার, দৌলতপুর থানার, সেনপাড়া গ্রামের অালী অাকবরের পুত্র।
এ ব্যাপারে ইপিজেড থানার সেকেন্ড অফিসার জাহেদ উল্লাহ জামান পাঠক ডট নিউজকে জানায়, অাজ দুপুরে ব্যাটেলিয়ন পুলিশের একটি দল ইপিজেড থানাধীন অাকমল অালী রোডের একটি বাসভবনে অভিযান পরিচালনা করে ১২কেজি গাঁজাসহ মোঃ মনির হোসেনকে অাটক করে থানায় সোপর্দ করে।
উদ্ধার করা এসব গাঁজার অানুমানিক মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা বলে জানান ইপিজেড থানা পুলিশ। অাটক মোঃ মনির হোসেনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।