
গাড়ী ভাঙচুর ও নাশকতা মামলায় জামিন না মঞ্জুর করে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জহুরুল আলম জহুরকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বিএনপি নেতা জহুরুল আলমের আইনজীবি এইচ এম আশরাফ পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৫ সালে সরকার বিরোধী আন্দোলন চলাকালে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে দায়ের হওয়া ৩টি মামলায় আজ রবিবার বিকালে চট্টগ্রাম প্রথম সিনিয়র জেলা দায়রা জজ সিরাজ-উদ-দৌলা কুতুবীর আদালত আত্মসমর্পণ করেন বিএনপি নেতা জহুরুল আলম।
আদালত দুটি মামলায় জামিন মঞ্জুর করলেও অপর একটি মামলায় জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জহুর আলমের পক্ষে মামলা পরিচালনা করেন- এডভোকেট আব্দুস সাত্তার, রৌশন আরা বেগম, আব্দুল্লাহ আল নোমান, এইচ এম আশরাফ, আইনুল কামালসহ প্রমুখ আইনজীবি।