
চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ডেপুটি মেয়র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলহাজ্ব দস্তগীর চৌধুরীর আজ (১৭ই এপ্রিল) সোমবার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপি নানা কর্মসূচী গ্রহণ করেছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে বিকাল ৩টায় নাসিমন ভবন দলীয় কার্যালয় মাঠে স্বরণসভা, বাদে আছর দলীয় কার্যালয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, কবরে পুস্পস্থপক অর্পন।
এছাড়াও ডবলমুরিং থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দ, ১৫টি থানা, ৪১টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর অনুরোধ জানিয়েছেন।