ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রতিবন্ধী মানুষের অধিদপ্তর বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মানববন্ধনে বক্তব্য রাখছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

প্রতিবন্ধী মানুষের অধিদপ্তর বাস্তবায়নে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা ও এনজিও নেতৃবৃন্দের বিরোধিতাকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মনে করেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষক; ডা. মাহফুজুর রহমান।

তিনি বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধ করেছিলাম সকল শ্রেণি পেশার মানুষের সম অধিকারের জন্য। কিন্তু এতো বছর পরেও প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত না হওয়া অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্রের দায়িত্ব প্রতিবন্ধী মানুষের অধিদপ্তর বাস্তবায়নের মাধ্যমে তাদের সম অধিকার নিশ্চিত করা।

প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদপ্তর অবিলম্বে বাস্তবায়নের দাবিতে শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন এসব কথা বলেন তিনি।

প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনসমূহের জাতীয় নেটওয়ার্ক প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদ (পিএনএসপি) সহ আরো ৭টি সংগঠন  যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।

বক্তব্য রাখছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান।

পিএনএসপি এর পরিচালক রফিক জামান বলেন, প্রতিবন্ধী মানুষের জন্য শুধুমাত্র সামাজিক নিরাপত্তা খাতেই কাজ হয়। কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, সংস্কৃতি, ক্রীড়াসহ সকল খাতে প্রতিবন্ধী মানুষের জন্য উদ্যোগ গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদপ্তর উদ্বোধন করার তিন বছর পরেও এর বাস্তবায়ন না হওয়ার তীব্র নিন্দা জানান চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার। তিনি বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করতে গিয়ে যারা প্রতিবন্ধিতা বরণ করেছেন তাদের জন্য অনেক ক্ষেত্রেই রাষ্ট্র দায়িত্ব নিলেও দেশের প্রতিবন্ধী জনগণের প্রতি রাষ্ট্রের বৈষম্যমুলক দৃষ্টিভঙ্গী নিন্দনীয়।

পিএইচপি গ্রুপের নির্বাহী পরিচালক ও সমাজসেবক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি হুমায়ুন কবির বলেন, প্রতিবন্ধী মানুষকে মুলধারায় সম মর্যাদায় অংশগ্রহণের পরিবেশ তৈরির দায়িত্ব রাষ্ট্রের। প্রয়োজনে তা অর্জনে প্রতিবন্ধী মানুষকে রাজপথে সোচ্চার হতে হবে।

পিএনএসপি এর এ উদ্যোগে যৌথভাবে অংশ নেয় কোস্টাল ডিপিও এলায়েন্স, চন্দনাইশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, পূর্ব বাকলিয়া প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন, বি-স্ক্যান, সিডাব চট্টগ্রাম, সংশপ্তক এবং উৎস। এছাড়া চট্টগ্রামের স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক সংগঠন, প্রতিবন্ধী ব্যক্তির সেবাপ্রদানকারী বেসরকারি সংগঠনসমূহ, পেশাজীবি, প্রতিবন্ধী শিক্ষার্থীসহ সর্বস্তরের প্রতিবন্ধী মানুষ ও তাদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি সম্পন্ন হয়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, র‍্যাড এর সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জাহান, কোস্টাল ডিপিও এলায়েন্স’র সাধারণ সম্পাদক; স্বরূপানন্দ চক্রবর্তী, চন্দনাইশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক; সেলিনা আক্তার রওশন চৌধুরী, পূর্ব বাকলিয়া প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের আহবায়ক; মুহম্মদ আলমগীর, বি-স্ক্যান এর সভাপতি ও ত্রৈমাসিক অপরাজেয় এর সম্পাদক; সাবরিনা সুলতানা, সিডাব চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক; শহিদুল ইসলাম সাজ্জাদ, চট্টগ্রাম বধির উন্নয়ন সংস্থা এর সাধারণ সম্পাদক; নিমাই বণিক, সংশপ্তকের কর্মসূচি সমন্বয়কারি; নার্গিস চৌধুরী, উৎস’র নির্বাহী পরিচালক; আবুল হাসেম, সিএসডি এর সাধারণ সম্পাদক বিশ্বজিত গুপ্ত এবং প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদ (পিএনএসপি) এর টিম লিডার ইফতেখার মাহমুদ।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট