চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মহিলা মেম্বার নিহত হয়েছেন। রাশেদা বেগম (৩৬) আমিরাবাদ ইউনিয়নের নবনির্বাচিত মহিলা মেম্বার বলে জানাগেছে।
আজ বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ রাজঘাটা এলাকায় শাহ আমিন সার্ভিসের বাস ও টমটম’র মুখোমুখি সংঘর্ষেএ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানাগেছে, মল্লিক চোয়াং চৌধুরী পাড়ার এলাকার বাসিন্দা রাশেদা বেগম টমটমের যাত্রী ছিলেন। শাহ আমিন বাসটি টমটমকে সজোরে ধাক্কা দিলে এটি দুরে ছিটকে পড়ে ঘটনাস্থলে রাশেদা মারা যান।
আহত হন আরো ৪/৫ জন যাত্রী। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এ খবর নিশ্চিত করে বলেন, শাহআমিন বাসের ধাক্কায় রাশেদা বেগম নোমে এক ইউপি সদস্য মারা গেছে। এখনো বিস্তারিত কিছু পাই নি। ঘটনাস্থলে পুলিশ গেছে।