t বোয়ালখালীর এন.এফ.জেড টেক্সটাইলের ৩০ শ্রমিককে চাকুরীচুত্য – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীর এন.এফ.জেড টেক্সটাইলের ৩০ শ্রমিককে চাকুরীচুত্য

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার রায়খালী এলাকায় অবস্থিত এন.এফ.জেড নামের টেক্সটাইল কারখানা কর্তৃপক্ষ গত মার্চ মাসের বেতন বকেয়া না দিয়েই চাকুরী থেকে অব্যাহতি দেয় ৩০জন শ্রমিককে। এতে করে বিপাকে পরে এসব শ্রমিকের পরিবার পরিজন।

এ ব্যাপারে আজ বুধবার (৭জুন) শ্রমিকদের পক্ষ থেকে প্রতিকার চেয়ে প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করা হয় ও বকেয়া বেতনের দাবীতে কারখানার সামনে বিক্ষোভ করে।

হঠাৎ করে চাকুরী চলে যাওয়ায় এর সাথে বকেয়া বেতন না পাওয়ায় দিশেহারা হয়ে পড়া টেক্সটাইল শ্রমিক হাসিনা আকতার বলেন, আমাদের বকেয়া বেতন দেয় নাই, তিনমাস ধরে চাকুরী করতে দেয় নাই। চলবো কিভাবে ?’ তিনি জানান, রমজান মাসে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। পানি খেয়ে রোজা রাখছি। হঠাৎ করে তো আর চাকুরী পাওয়া যায় না। এসময় বকেয়া বেতন পেলে আগুনে অন্তত: কিছুটা পানি পরতো।

সোনিয়া, রজভা, মমতাজ বেগমসহ শ্রমিকরা জানায়, এন.এফ.জেড নামের টেক্সটাইল কারখানা কর্তৃপক্ষ ৩০জন শ্রমিকের গত মার্চ মাসের বেতন বকেয়া রাখে।

এ নিয়ে কারাখানা কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করলে শর্ত সাপেক্ষে সাদা কাগজে ও পদত্যাগ পত্রে স্বাক্ষর নিয়ে কারখানা থেকে বের করে দেয়। গত দুই মাস ধরে চাকুরীও করতে দেয়নি কর্তৃপক্ষ।
গত কয়েকদিন আগে কারখানার প্রবেশদ্বারে বকেয়া বেতন দেয়া নোটিশ টাঙিয়ে দিলেও তা কারখানা কর্তৃপক্ষ আবার উঠিয়ে নেয়।

কারখানার শ্রমিক দেবী সরকার বলেন, বকেয়া বেতনের দাবিতে কারখানায় গেলে তারা বিভিন্ন প্রকার হুমকি ধমকি প্রদান করছে। এ ব্যাপারে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে।

এন.এফ.জেড টেক্সটাইল কারখানার ব্যবস্থাপক মো. ফারুক এর মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টাও করে ফোন বন্ধ পাওয়া যায়।

বোয়ালখালী উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম বলেন, এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বললে তাদের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়। তবে কত দিনের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করবে তা নিদিষ্ট করে জানায়নি।

এ ব্যাপারে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, শ্রমিকদের অভিযোগ পাওয়ার সাথে সাথে বিষয়টি সত্যতা যাচাই ও সমাধানের উদ্যোগ নেয়া হলে কারখানা কর্তৃপক্ষ সমাধান করার আশ্বাস দিয়েছেন।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print