বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে ফের রিমাণ্ডে নিয়েছে পুলিশ। মতিঝিল থানার নাশকতার মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার দুপুরে ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন রিমান্ডের এ আদেশ দেন।
ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের একাধিক ছবি গণমাধ্যমে আসার পর গত ১৫ মে আসলামকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।