
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে পাহাড়ধসে ছেমুনা খাতুন (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার রাতে ইউনিয়নের ঘুমধুমপাড়ায় এঘটনা ঘটে। এসময় আরো দুজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার ঘুমধুম ইউনিয়নের ঘুমধুমপাড়ায় বৃষ্টিতে পাহাড়ধসে বসতঘর বিধস্ত হয়েছে। এ সময় খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, ভারী বর্ষণের কারণে হঠাৎ বসতঘরের ওপরে পাহাড়ধসে পড়ে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা নিহতের লাশ ও আহতদের উদ্ধার করে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।