চট্টগ্রামে বিশেষ অভিযানে বাংলা ভাইয়ের ৩ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলার সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে দু’জনকে এবং রাউজান থেকে একজনকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মসজিদ্দা দেলিপাড়া এলাকার মৃত জহুরুল হকের ছেলে জুলফিকার, একই এলাকার মৃত নুরুল আফছারের ছেলে আলাউদ্দিন ও রাওজানের মহিবুল আলম। মহিবুল আলমের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজাউল মাসুদ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে বিশেষ অভিযানকালে গোপন সংবাদের ভিক্তিতে সীতাকুণ্ডের ছোট কুমিরা মসজিদ্দা থেকে জুলফিকার ও আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে আলাউদ্দিন ৮ বছর সাজাভোগের পর কয়েক বছর আগে জেল থেকে ছাড়া পান।
এদিকে জেলার রাউজান থেকে মুহিবুল আলম নামে বাংলা ভাইয়ের আরেক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার তিনজনই বাংলা ভাইয়ের সঙ্গে কাজ করতেন বলে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ জানান।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।