
চট্টগ্রামের ফটিকছড়িতে ফারুক (১২) নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার ভুজপুর দাঁতমারার ফকিরটিলার সরকারী বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
দাঁতমারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ফারুাকের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে ফারুকের মা গরু নিয়ে বাগানে যাওয়ার জন্য ফারুককে বকাঝকা করে। এরপর ফারুক গরুর পাল নিয়ে বের হয়ে গেলেও সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় খোঁজ করতে থাকে। বিভিন্ন দিকে খোঁজাখুজির পর রাত ১০টার দিকে বাগানের গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ পাওয়া যায়।
এর পর স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করে বাড়ী নিয়ে আসে। তবে কিভাবে ফারুকের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। মোহাম্মদপুর গ্রামে হানিফের ছেলে ফারুক স্থানীয় দাঁতমারা এবিজেড সিকদার স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র।