অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারের বিভিন্ন সমগ্রী তৈরী, পোড়া ও বাসি তেল দিয়ে খাবার এবং ফ্রিজে মাছ-মাংসের সাথে ইফতার তৈরির সামগ্রী রাখার অপরাধে চট্টগ্রামের চকবাজার এলাকায় সাদিয়াস কিচেন ও সাইমুম রেস্তোরাকে পঁচিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনে পরিচালিত ভ্রাম্যমান অভিযানকালে জরিমানা ছাড়াও দুই রেস্তোরাকে সর্তক করেছে আদালত।
জেলা প্রশাসনের উদ্যোগে চলমান ভ্রাম্যমান আদালতের সমন্বয়কারী জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট তাহমিলুর রহমান জানান,
চকবাজারের সাদিয়াস কিচেনের ফ্রিজে বাসি খাবার পাওয়া যাওয়ায় মোবাইল কোর্ট তাদের পাঁচ হাজার টাকা জরিমানা করে ও সতর্ক করে দেয়। পরবর্তীতে সাইমুম রেস্তোরায় অভিযান চালালে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করতে দেখা যায়। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে তারা বাসি ইফতারি বাইরে ড্রেনে ফেলে দেয়। রান্নাঘরে নোংরা পরিবেশে খাবার তৈরি হচ্ছিল, ভাঁজার জন্য ব্যবহার করা হচ্ছিল পোড়া তেল। ফ্রিজে মাছ-মাংসের সাথে ইফতার তৈরির সামগ্রী রাখা হয়। স্টোর রূমে যেয়ে পচাঁ আলু ও ছোলা দেখা যায়। এ সব কারণে ঐ প্রতিষ্ঠানকে মোবাইল কোর্ট বিশ হাজার টাকা জরিমানা করে।
এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির রহমান সানি ও আবদুস সামাদ শিকদার। এ অভিযান পরিচালনা করতে সহায়তা করে সংশ্লিষ্ট থানার টহল পুলিশ, ব্যাটালিয়ন আনসার সদস্য।