ফটিকছড়িতে পুুকুরে ডুবে রোমানা আক্তার (৯) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ভূজপুর সন্দ্বীপ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভূজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেন। রোমানা সন্দ্বীপ নগর ইয়াছিন কলোনির মো. আলমগীর হোসেন দ্বীতীয় মেয়ে । সে উত্তর সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন জানান, রোমনা আক্তার সকাল সাড়ে ১১ টায় বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিলে হঠাৎ করে পুকুরে ডুবে মারা যায়। স্থানীয় লোকজন পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।