
নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহরের ৩৯নং ওয়ার্ডে একভূমি দুস্যূর কবল থেকে নিজেদের ভিটেমাটি উদ্ধারে মানববন্ধন পালন করেছে। ছৈয়দ নূর নামে এ ভূমি দস্যু ‘এর” বিুরদ্ধে শতশত ভূক্তভোগি জড়ো হয়ে আজ শুক্রবার দুপুরে ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং মোড়ে মানববন্ধন পালন করে।
এসময় এলাকাবাসী তার বিরুদ্ধে প্রাশাসনের দ্রুত হস্তক্ষেপ গ্রহনের কামনা জানায় ।
মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতা মানবাধিকার কর্মী মো:আবু তাহের, মানবাধিকার সংস্থার বিভাগীয় কর্ডিনেটর ইঞ্জিনিয়ার মসিউউর রহমান ও সাধারন সম্পাদিকা কারিমা বেগম বিজলি, মোঃ মুরাদ হোসেন,ভুক্তভোগী পরিবারের সদস্য মোঃ সামশুল আলম, খোরশেদ আলম, নুরুল আলম, সাইফুল আলম সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এ সময় ভূমিদস্যু ছৈয়দ নূরের ভূমি প্রতারণার স্বীকার হয়ে প্রায় ৫ শতাধিক জমি হারিয়ে পথা বসা পাকিজা খাতুন ও মনোয়ারা বেগম জানায়, প্রায় ৫ শতক জায়গা হারিয়ে পথে বসেছি আমরা। আইনী সহযোগীতা চেয়ে হয়েছি লাঞ্ছনার শিকার। তিন তিনটি মিথ্যা নারী কেলেংকারী সহ মামলার ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে আমার তিন পুত্র সন্তান,নাতী-নাতনী এবং আত্মীয় স্বজনরা। আর ভূমি দূস্যদের পক্ষ থেকে পরিবারের প্রাণ নাশের হুমকি আসছে প্রতিনিয়তই।
তার বিরুদ্ধে ডিআইজি (পুলিশ) বরাবরে ও আদালতের স্থিতি আদেশ নং১৮৯১/২০১৬ যা ১৫/১১/২০১৬ইং তারিখে জারি থাকলে পাকিজা/সামশুল গংদের মৌশী সম্পতিতে অবৈধ দখল সাইন বোর্ড দিয়ে অবস্থান দূস্যরা। পরবর্তীতে উক্ত আদেশের জন্য আদালত সাবেক ওসি আবুর বাশার কে ০২/০২/১৭ইং নিদের্শ দিলে সে গড়িমসি করেন বলে সামশুল তার বক্তব্যে অভিযোগ করেন।
কোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অদৃশ্য শক্তি বলে চালিয়েছে দখল রাজত্ব। জানিনা এই লাগাম বিহীন ভূমি দস্যুর ভূমি প্রতারণার দৌড়ে আর কত সাধারণ মানুষ আমাদের মত শেষ সম্বলটুকু হারিয়ে পথে বসবে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে ভুক্তভোগীরা দ্রুত তার বিরুদ্ধে প্রাশাসনের হস্তক্ষেপ কামনা করেন।