মাত্র এক হাজার টাকার বিরোধে চট্টগ্রামে ঈদের দিন বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছেন মোহাম্মদ শরীফ (২৪) নামে এক যুবক। বৃহস্পতিবার জেলার সীতাকুণ্ড উপজেলায় ছলিমপুর পাক্কার মাথা, সমাদরপাড়া এলাকায় জনৈক বুলুনীর ভাড়া বাসায় এ ঘটনা ঘটেছে। নিহত শফিক বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (বিএসআরএম) কর্মচারি বলে জানায় পুলিশ।
নিহত শরীফ বান্দরবান জেলার নাইক্ষ্যনছড়ি উপজেলা আলী কম গ্রামের আবুল মেম্বারের ছেলে।
এ ঘটনায় পুলিশ বিএসআরএম’র আরেক কর্মচারি আকবর (২২)কে আটক করেছে। সে কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট উপজেলার হাসনাবাদ গ্রামে মৃত জাহাঙ্গীরের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি মো.ইফতেখার হাসান জানান, ঈদের দিন দুপুর দেড়টার দিকে পাক্কার মাথা রেললাইন সংলগ্ন একই ভাড়া বাসায় আকবরেরর ছুরিকাঘাতে শরীফ খুন হয়। এলাকাসী ঘটনা জানালে বিকালে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেছে। এবং একই বাসাতে বসবাসকারী তার বন্ধু আকবরকে আটক করেছে।
ওসি জানান, দুইজনই কারখানার পিছনে একই বাসায় থাকতেন। দুপুরে এক হাজারটাকার পাওনা নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়া হয়। এরই এক পর্যায়ে আকবর শরীফকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।
তারা দুজনই বিএসআরএম’র কারখানার কর্মচারি। এ ঘটনায় মামলা দায়েরের প্রন্তুতি চলছে বলে জানান থানার ডিউটি অফিসার এসআই কবির।
লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।