ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে শেষ হল ৩ দিনের উন্নয়ন মেলা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম কর্তৃক আয়োজিত উন্নয়ন মেলা-২০১৮ শেষ হয়েছে আজ শনিবার।  চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে১১-১৩ জানুয়ারি পর্যন্ত এ মেলা চলে।

বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত সরকারের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণেরসামনে তুলে ধরা, এমডিজি অর্জনে সাফল্য প্রচার এবং এসডিজি কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধকরার লক্ষ্যে জেলা প্রশাসন,
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা এবং ২০৪১ সালের মধ্যে “সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ” এ রূপান্তরের অগ্রযাত্রাকে বেগবান করার দৃঢ় আত্মপ্রত্যয় সারাদেশে সরকার েএ মেলার আয়োজন করে।

চট্টগ্রাম জেলা প্রশাসন, কর্তৃক আয়োজিত তিনদিন ব্যাপী উন্নয়ন মেলায় সামরিক বাহিনীসহ ১২০ স্টলে মোট ১২৪ টি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

.

গত তিনদিন জুড়ে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহমেলায় প্রচুর দশর্ণার্থীদের সমাগম ছিলো। বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার সাফল্যকে সর্বস্তরের জনগণের নিকট তুলে ধরা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করাই এ মেলার উদ্দেশ্য বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী।

এবারের মেলার স্লোগান ছিলোঃ “ উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ”।

এবারের উন্নয়ন মেলায় অংশ সিনয়েছিল  সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, আনসার, রেলওয়ে, বিদ্যুৎ বিভাগ, সড়ক ও সেতু বিভাগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ওয়াসা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বন্দর কর্তৃপক্ষ, কৃষি বিভাগ সহ জেলা পর্যায়ের সরকারী বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানের একটি স্বতঃস্ফূর্ত সমন্বিত উদ্যোগ।

মেলায় আগত দশর্নার্থীদের সামনে স্ব স্ব প্রতিষ্ঠান ও সংস্থার উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়েছে এবং সরকারি বিভিন্ন সেবা মেলার স্টল থেকেই প্রদান করা হয়েছে। মেলার প্রতিদিনই দেশবরেণ্য ও স্থানীয় শিল্পী-কলাকুশলীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনা ছিলো। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আর্থ-সামাজিক উন্নয়নের নানা তথ্যচিত্র তুলে ধরা হয়েছে।

.

“ Blue-Business-Beauty” স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম জেলার ব্র্যান্ডিং কার্যক্রম নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক প্রণীত কর্মপরিকল্পনা, ভিডিওচিত্র, ব্যানার, লিফলেট ও ফেস্টুনের বিশেষ প্রদর্শনী মেলায় প্রদর্শন করা হয়েছে। চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য, সামাজিক-সাংস্কৃতিক বৈচিত্র্য, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে চট্টগ্রামের অবদান, শিল্প-বাণিজ্যে চটগ্রামে তুলে ধরা হচ্ছে চট্টগ্রাম জেলা ব্র্যাণ্ডিং-এর মাধ্যমে।

অংশগ্রহণকারী ১২০ টি স্টলের মধ্যে আগত দর্শনার্থী ও তাঁদের সেবা প্রদান এবং সাজসজ্জার ভিত্তিতে ৩ টি স্টলকে সেরা নির্বাচিত করা হয়। নির্বাচিত সেরা ৩ টি স্টলের মধ্যে ১ম স্থান অধিকার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ; ২য় স্থান অধিকার করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়; ৩য় স্থান অধিকার করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

তিন দিনব্যাপী উন্নয়নমেলার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে জেলাপ্রশাসক, চট্টগ্রাম মোঃ জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন অতিথি হিসেবে উপস্থিতছিলেন শংকর রঞ্জন সাহা, অতিরিক্ত বিভাগীয়কমিশনার (সার্বিক), চট্টগ্রাম, নুরে আলম মিনা, সিভিল সার্জন ডাঃ আজিজুর রহমান, মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নায়েব আলী, উপ-পরিচালক (স্থানীয় সরকার), মোঃ হাবিবুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) প্রমুখ।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print