ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গায়ে হলুদের গহনা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

গায়ে হলুদের গহনা

গায়ে হলুদের জন্য সুন্দর একটা শাড়ি কেনা হলেই কি সব সাজ-সজ্জা শেষ? মটেই তা নয়। আপনার সুন্দর শাড়িখানা আপনার দেহের জরাবেন আর বাকি অঙ্গ কি করবেন? চিন্তা হচ্ছে? চিন্তার কিছুই নেই। এটা আমরা সবাই জানি গায়ে হলুদে যেমন একটি সুন্দর শাড়ি চাই, তেমনেই সেই শাড়ির সাথে মিলিয়ে সুন্দর গহনা। কারণ এক মাত্র গহনাই আপনার চেহার ও সারা দেহের সৌন্দর্য বাড়িয়ে দেবে।

একটা সময় ছিল যখন হায়ে হলুদের গহনা মানেই হচ্ছে গাঁদা ফুলের মালা। সাথে হয়তো একটি দুটি গোলাপ ফুল দেয়া হত একটু ভিন্নতা আনার জন্য। তারপর এলো রজনীগন্ধার গহনা, কাঠবেলির গহনা। কিন্তু এখন গায়ে হলুদের গহনায় এসেছে অনেক ধরণের ডিজাই ও ভিন্নতা। যা দেখতে অনেক সুন্দর ও আকর্ষণীয়।

এখন অনেকই তাদের শাড়ির সাথে মিলিয়ে নিজের মতো করে গহনা তৈরি করে নেয়। সেটা হতে পারে তাজা ফুল দিয়ে। অথবা আর্টিফিসিয়াল ফুল, পুঁথি, ক্রিস্টাল, অথবা এন্টিক লহরের গহনা দিয়ে। আবার আপনি চাইলে হলুদের দিনেও ফুল বা পুঁথির গহনার বদলে গোল্ড, সিলভার, বা ম্যাটালের গহনাও পরতে পারেন। এতে আপনার হলুদের সাজেও আসবে ভিন্নতা।

হলুদের গহনা মানেই শুধু মাথা, কান ও গলার গহনা না। এর সাথে মিলিয়ে আপনি বাহুর জন্য নিতে পারেন সুন্দয় এক জোড়া বাজু। সেটা ফুল বা মেটালের হতে পারে।

হাতের জন্য নিতে পারেন পাঞ্জা, পাঞ্জায় একটি আঙুলের আংটি অথবা পাঁচ আঙুলের থাকলে পারে। তবে এক্ষেত্রে শুধু বালা ভারী কাজ থাকতে পারে। আর আঙুলের জন্য হালকা কাজ।

কোমরের জন্য নিতে পারেন সুন্দর ফুলের বিছা বা কোমর বন্ধনী। তবে আপনার বিছার ডিজাইন হতে হবে আপনার ফিগারের সাথে মানানসই। ডিজাইন হতে পারে চিকন কিংবা মোটা। ফুলের অথবা ম্যাটালের।

মাথার খোঁপা কিংবা বেণীটা সাজিয়ে নিতে পারেন সুন্দর মানানসই ফুলের মালা দিয়ে। যদি চুল বড় হয় তাহলে বেণীতেই বেশি ভালো লাগবে। আর ছোট চুলে খোঁপা। আর যদি ছোট চুলে বড় বেণী করতে চান তাহলে ফুলের সাথে পরচুলার সাহায্য নিতে পারেন।

এতো সব করলের আর পায়ের কথা ভুলেই গেলেন? সেটা কীভাবে হয়? পায়ের কথা ভুললে চলবে না। চাই পায়ে জন্য নিতে পারে এক জোড়া ফুলের নূপুর। সেটা চিকন হতে পারে কিংবা মোটা। হলুদের সময় পায়ে নূপুর থাকলে পায়ে জুতা, স্যান্ডেল না থাকলেই বেশি ভালো লাগবে।

ইসি/

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print