চট্টগ্রাম নগরীর ষোলশহর রেল স্টেশনে পর পর দুটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সকালে স্টেশন মাষ্টার অফিস ও জিআরপি অফিসের সামনে ককটেল দুটির বিস্ফোরণ ঘটানো হয়।
ষোলশহর রেল স্টেশনের মাষ্টার জাকির হোসেন, জানান, সকাল পৌনে ৭টার দিকে কে বা কারা স্টেশন মাস্টার অফিস ও জিআরপি অফিসকে লক্ষ করে দুটি ককটেল নিক্ষেপ করে। এতে আতংক সৃষ্টি হলে সবাই বের হয়ে পড়ি। দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়, এই বিষরে রেলওয়ে থানায় জানানো হয়েছে।
পুলিশ ও ষ্টেশন কর্মীদের ধারণা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকের ডাকা ছাত্র ধর্মঘটে ষ্টেশন থেকে যাতে বিশ্ববিদ্যালয়গামী শার্টল ট্রেন ছেড়ে না যায় তার জন্য এ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
তবে ককটেল বিস্ফোরন সত্বেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল স্বাভাবিক চলাচল করছে বলেও জানান মাষ্টার জাকির হোসেন।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাশ রানা জানান, আতঙ্ক সৃষ্টি তরতে সকালে কে বা কারা স্টেশন মাস্টার অফিস ও জিআরপি অফিস লক্ষ করে দুটি ককটেল নিক্ষপ করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে কাউকে পাওয়া যায়নি। তিনি বলেন, এই ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে কারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।
উল্লেখ্য তারেক রহমানে বিরুদ্ধে দুর্নিতীর মামলায় ঘোষিত দন্ডাদেশের প্রতিবাদে ছাত্রদলের ডাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রধর্মঘট চলছে।