
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘন্টা অভিযান চালিয়ে ৯৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয় ০১টি একনালা বন্দুক ও ২টি কার্তুজ , ১টি চাপাটি, ১টি ছোরা ,৪টি কিরিচ , বিভিন্ন কোম্পানীর ৪,৩২১ টি সিম উদ্ধার ,৪,২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮০ লিটার মদ ও ৫০০ গ্রাম গাঁজা।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
সিএমপির জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘন্টায় মোট ৯৬ জন আসামী গ্রেফতার করা হয়। এর মধ্যে জিআর মামলার ১৫ জন, সিআর মামলার ১৯ জন ও সাজা প্রাপ্ত ০১ জন আসামী রয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হবে।