
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় থেকে স্কুলছাত্রী তাসফিয়া আমিন (১৬) এর লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে তার পরিবার। আজ বৃহস্পতিবার (৩ মে) দুপুরে পতেঙ্গা থানায় মামলাটি দায়ের করেন নিহত কিশোরীর বাবা ব্যবসায়ী মোহাম্মদ আমিন ।
মামলায় এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ্য করে তাসপিয়ার প্রেমিক আদনানসহ ৬জনকে আসামী করা হয়েছে বলে পুলিশ জানায়।
বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার এসআই মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন। তিনি বলেন, তাসফিয়া হত্যার ঘটনায় তার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে গতকাল বুধবার (২ মে) সকালে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতের ১৮ নম্বর ব্রিজঘাটের পাথরের ওপর থেকে সান-সাইন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া আমিনের মরদেহ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ। পরে একই দিন সন্ধ্যায় নগরের খুলশী থানার জালালাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাসফিয়ার কথিত প্রেমিক আদনান মির্জাকে (১৬) আটক করে।