ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে টিসিবির পণ্য বিক্রিতে সাড়া নেই

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

আজ রবিবার থেকে সারাদেশের মতো চট্টগ্রাম মহানগরী ও জেলায় খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিন্ম আয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কথাও থাকলেও এবার বিক্রি হচ্ছে অনেকটা বাজার মূল্যে। ফলে চট্টগ্রামে পণ্য বিক্রিতে তেমন সাড়া মেলেনি।

সরকারি ন্যায্যমূল্যে খোলা বাজারে এবার বিক্রি করা হবে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর। চট্টগ্রামের টিসিবির কর্মকর্তা জানান, এবার প্রতি কেজি সয়াবিন তেল ৮৫ টাকা, চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৫৫ টাকা, ছোলা ৭০ টাকা এবং খেজুর ১২০ টাকায় বিক্রি করা হচ্ছে।
অথচ বাজার ঘুরে দেখা গেছে শুধু সোয়াবিন তেল ছাড়া টিসিবির দেয়া সব পণ্যই প্রায় একই দামে খুচরা দোকানে বিক্রি হচ্ছে।

নগরীর কাজীর দেউড়ির মুদির দোকানদার আবুল কাসেম জানান, চিনি ৫৫ টাকা, ছোলা ৭৫ টাকা মুশরডাল (মধ্য মানের) ৬০টাকা সোয়াবিন তেল ১০০টাকা কেজি, খেজুর প্রতি কেজি ১৩০টাকায় বিক্রি হচ্ছে।

টিসিবির মুখপাত্র মো. হুমায়ুন কবির জানান. দাম নিয়ে আমাদের করার কিছু নেই। বাণিজ্যমন্ত্রণালয়ের নির্ধারিত মূল্যে বিক্রি করতে হচ্ছে।

পণ্য বিক্রিতে সাড়া না পাওয়ার কথা স্বীকার করে এ কর্মকর্তা বলেন, প্রথমদিন অনেকে জানে না। তাই লোকজনের ভীড় নেই। কাল থেকে ভালো বিক্রির আশা করেন তিনি।

.

এদিকে সিটিবির ন্যায্য মূল্যেও তালিকা শুনে বিস্ময় প্রকাশ করেছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেন, তাহলে টিসিবি কস্ট করে এসব পণ্য বিক্রি করার প্রয়োজন কি? মানুষতো বাজার থেকেই কিনছে। তিনি বলেন, টিসিবি কি এসব পণ্য আমদানী করেছে। আর আমদানী করলে তাদের মূল্য কত পড়েছে সেটা হিসেব করা দরকার। যেখানে সরকার বলছে ভূর্তকি দিয়ে পণ্য বিক্রি করার সেখানে বাজারমূল্যে পণ্য বিক্রি করলে তা ন্যায়মূল্যে হয় কি করে..?।

টিসিবি সুত্রে জানাগেছে, এবার টিসিবি প্রতিদিন প্রতিটি ট্রাকে ২৪শ’ কেজি চিনি, ডাল, ছোলা ও তেল এবং ৩০৫০ কেজি খেজুর বিক্রি করবে। অপরদিকে একজন ডিলার প্রতিদিন ৫৭’শ কেজি চিনি, ৩৬শ’ কেজি ডাল, ৫৭শ’ কেজি ছোলা ও ৩৫শ’ কেজি সয়াবিন তেলের বরাদ্দ পাবেন।

এই ব্যাপারে টিসিবির মুখপাত্র মো. হুমায়ুন কবির জানান, চট্টগ্রামে ডিলারদের পাশাপাশি ১০টি ট্রাকে করে নগরীর বিভিন্ন স্পটে ন্যায্যমূল্যের পণ্য বিক্রি করা হবে। শুক্র ও শনিবার বাদে সপ্তাহের বাকি পাঁচ দিন পণ্য কেনা যাবে। একজন ক্রেতা ট্রাক, ডিলার বা টিসিবির বিক্রয় কেন্দ্র থেকে সর্বোচ্চ ৪ কেজি দেশি চিনি, ৪ কেজি ডাল, ৫ কেজি সয়াবিন তেল, ৫ কেজি ছোলা ও ১ কেজি খেজুর ক্রয় করতে পারবেন।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print