চট্টগ্রামের নাজিরহাট কলেজকে সরকারীর করণের দাবীতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১১ টায় নাজিরহাট নতুন রাস্তার মোড়ে শিক্ষার্থীরা সড়ক উপর বিক্ষোভ প্রদর্শন করে অবরোধ করে রাখে। এসময় সড়কে ব্যাপক যানবাহন আটক পড়ে।
শিক্ষার্থীরা জানায় দেশের প্রাচীনতম নাজিরহাট কলেজকে সরকারী করণের দাবীতে এ কর্মসূচী তারা গ্রহণ করে। সড়ক অবরোধে ৩ ঘন্টা যাবত যানবাহন চল বন্ধ থাকে। এতে ব্যাপক দূর্ভোগে পড়েন হাজার হাজার মানুষ।
বেলা ২টার দিকে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার পর যানচলাচল স্বাভাবিক হয়।
ঘটনাস্থল থেকে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল জানান,কলেজের ছত্রছাত্রীরা জাতীয়করণের দাবীতে বিক্ষোভ করে একঘন্টা চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক অবরোধ করেছিল। পরে আমরা ফোর্স নিয়ে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি।