বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে গৃহবধূ প্রিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘গৃহবধু নির্যাতন বন্ধ কর, শির্ক্ষাথী হত্যা বন্ধ কর, প্রিয়া হত্যার সুষ্ঠু বিচার চাই’ সহ নানা স্লোগানের প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ করে প্রিয়ার সহপাঠী ও সমবয়সীরা।
রবিবার (৩১জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচির ডাক দেয় কানুনগোপাড়ার স্যার আশুতোষ সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা।
মানবন্ধনে অংশ নেয়া শিক্ষাথীরা প্রিয়া হত্যা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত নানা আন্দোলন চলবে। তারা বলেন, ময়না তদন্তের সুষ্ঠু প্রতিবেদনসহ আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় আগামীতে উপজেলার সকল কলেজ, বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি দেন।
স্যার আশুতোষ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো.. লায়েস মিয়া বলেন, প্রিয়া হত্যাসহ সকল হত্যাকান্ডের বিচার করতে হবে। এভাবে একের পর এক নির্যাতন চালিয়ে নির্মম বর্বরতা মেনে নেয়া যায় না।
প্রিয়া বাবা রণজিৎ দে বলেন, আমার মতো কোন পিতা যেন সন্তান হারা না হয়। প্রিয়া হত্যাকারীদের বিচার দেখে যেতে চাই।
মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রিয়ার ভাই অভিজি দে, সহপাঠী মো. শোয়েব, বিবিএ’র শিক্ষার্থী বিন্দিয়া দাস, মো. আমিন, মো. সজীব, জনি তালুকদার, সানু মহাজন, রানা দে, আবদুল্লাহ আল মামুন, মাইনুল ইসলাম, শাহনেওয়াজ, সুমিত্রা বৈদ্য, সাজ্জাদ, মিজান, মোরশেদ, সুচিত্রা দত্ত, মো. শোয়েব, নুসরাত, জিনাত, শিরিন ও টুম্পা বিশ্বাস।
উল্লেখ্য ২৬জুলাই শুক্রবার বিকেলে প্রিয়ার শ্বশুরালয় পূর্ব গোমদন্ডী দত্তপাড়ার মনোরঞ্জন দত্তের বাড়ির দোতলা থেকে প্রিয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রিয়ার বাবা বাদী হয়ে ৩জনকে আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ প্রিয়ার স্বামী সঞ্জয় দত্ত ও শ্বাশুড়ি আরতি দত্তকে গ্রেফতার করেন।