
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে বাবলু মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার সকালে উপজেলার ১ নম্বর হারামিয়া ইউনিয়নের কাছিয়ার পাড় বেড়িবাঁধে ছিন্নমূলদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
সন্দ্বীপ থানার ওসি আবদুস সালাম জানান, পারিবারিক বিষয় বেড়িবাঁধ এলাকায় বাসিন্দা সালমা আক্তার ও মোহাম্মদ খবিরের পরিবারের মধ্যে বিরোধ থেকে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে খবিরের লোকজন বাবলুকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। গুরুতর অবস্থায় বাবলুকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
স্থানীয় সুত্রে জানাগেছে হাস-মুরগী পালনের মত তুচ্ছ বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।
ওসি জানান, ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে থানায় নেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এবং হত্যা মামলা দায়েররে প্রস্তুতি চলছে।