এক সপ্তাহের মধ্যে বন্দরনগরী চট্টগ্রামে আবারও মৃদু ভূমিকম্প হয়েছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়। মিয়ানমারে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২।
ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কে অনেকেই বাসার বাইরে ছুটে আসেন।
গত ২৭ জুলাই ভোরে চট্টগ্রামে মৃদু ভূকম্পন অনুভূত হয়। সেদিনের মাত্রা ছিল ৪.৭।
বাংলাদেশের বেশির ভাগ অঞ্চল ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। তবে বন্দরনগরী চট্টগ্রাম বেশি ঝুঁকিতে। সম্প্রতি আন্তর্জাতিক এক জরিপে জানানো হয়েছে, বাংলাদেশে বড়ধরনের ভূমিকম্প হতে পারে। গত এক বছরের মধ্যে দেশে কয়েক দফায় মৃদু থেকে মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এখনো বড়ধরনের কোনো ভূমিকম্প হয়নি।