
চবি প্রতিনিধিঃ
চট্টগ্রাম মহানগরীর তিনটি ডায়াগনস্টিক ও হেলথ সেন্টারের সাথে স্বাস্থ্য চুক্তি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গত সোমবার অনুষ্ঠিত চবি শিক্ষক সমিতির এক সাধারণ সভায় বিভিন্ন সময়ে স্বাক্ষরিত এই চুক্তিগুলোকে কার্যকর বলে ঘোষণা দেওয়া হয়।
চবি শিক্ষক সমিতি সূত্রে জানা যায়, নগরীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সাথে গত ২১ জানুয়ারি ২০১৮, এপিক হেলথ কেয়ারের সাথে, ১৪ ফেব্রুয়ারি ২০১৮ এবং ২২ মার্চ ২০১৮ শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (পিটিই) -এর সাথে চুক্তিগুলো সম্পাদনা করা হয়। যা সমিতির সাধারণ সভায় ‘কার্যকর’ ঘোষণা করা হয়।
সম্পাদিত চুক্তির আওতায় ওই হেলথ সেন্টারগুলো থেকে বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্য, উপ-উপাচার্য, সকল বিভাগ ও ইনস্টিটিয়টের শিক্ষক- শিক্ষিকা, বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা- কর্মচারী, সকল শিক্ষার্থী এবং তাদের পরিবার সদস্যদের বিভিন্ন ধরনের প্যাথলজি টেস্ট, ইমেজিং টেস্ট, সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ৪০% ডিসকাউন্টে সুবিধা ভোগ করবে।
চুক্তির আওতায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দেশব্যাপী ১৮টি শাখা এবং শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির ১২টি শাখা থেকে একই সুবিধা ভোগ করা যাবে। এক্ষেত্রে সেবাগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ‘প্রিবিলেজ কার্ড’ এবং কর্মকর্তা- কর্মচারী, শিক্ষার্থীদের পরিচয়পত্র এবং তাদের পরিবারের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যাক্তির পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
বিষয়টি চবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেন পাঠক ডট নিউজকে নিশ্চিত করেন। ।তিনি আরো বলেন, আমাদের ক্যাম্পাসে মেডিকেল রয়েছে সেখানে অনেক রকম সীমাবদ্ধতা রয়েছে এবং যারা শহরে থাকে তাদের কথা চিন্তা করেই আমাদের এই প্রদক্ষেপ। আজ থেকে আমাদের চুক্তি কার্যকর হবে।