চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার অলংকার মোড়ে আগুনে একটি রেস্টুরেন্ট ভস্মীভূত হয়েছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (২ মে) সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রামের কন্ট্রোল রুমের অপারেটর সরোয়ার জাহান বাংলানিউজকে জানান, সকাল ১১টা ৫০ মিনিটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অলংকার মোড়ে অলংকার হোটেল এণ্ড রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে বেলা ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে রেস্টুরেন্টের আসববাপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলে তিনি জানান। তবে প্রায় সাত লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও তিনি জানিয়েছেন।