পাকিস্তানের কোয়েটা হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আইনজীবী, সাংবাদিকসহ অন্তত ৪৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার সকালে এ ঘটনা ঘটে।
সোমবার পাকিস্তানের উর্দু দৈনিক পাকিস্তান, দৈনিক জং ও দৈনিক খাবরিন এর অনলাইন সংস্করন এ খবর দিয়েছে। এদিকে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বেলুচিস্তান বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট এডভোকেট বিলাল আনওয়ার কাশিকে কোয়েটার মনোজান রোডে তার গাড়ি আটকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
এ ঘটনায় এডভোকেট কাশিসহ আহতদের কোয়েটায় সিভিল হাসপাতালে নেয়া হলে সেখানে তাকে দেখতে আইনজীবীরা ভিড় করে। সে সময় আবারও হামলা চালায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের বোমা বিস্ফোরণে স্থানীয় সাংবাদিকসহ অন্তত ১৫ জন নিহত হয়।