চট্টগ্রামের সন্দ্বীপে আলাউদ্দিন (৩০) নামের এক ব্যক্তিকে গুলি করে আহত করা হয়েছেন। এ ঘটনায় সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গুলিবিদ্ধ আলাউদ্দিন পেশায় অটোরিকশার চালক গুলিটি তার বুকে লেগেছে।
সোমবার বিকেলে উপজেলার মুছাপুর বাজারে এ ঘটনা ঘটেছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম বলেন, মুছাপুর বাজারে অটোরিকশাচালক আলাউদ্দিনের সঙ্গে ‘ডাকাত সাইফুলের’ বাগ্বিতণ্ডা হয়। সাইফুল একপর্যায়ে আলাউদ্দিনকে গুলি করেন। এতে তিনি বুকে গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় আলাউদ্দিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সন্ধ্যায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া বলেন, আলাউদ্দিনের চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত নন।