ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শিগগিরই ৪৬৫ উপজেলায় শতভাগ বিদ্যুৎ পৌঁছাবে -প্রধানমন্ত্রী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

BG20160813131012
শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছয়টি উপজেলায় এই শতভাগ বিদ্যুৎ সুবিধা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছয়টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিগগিরই দেশের ৪৬৫ উপজেলাতেই এই সুবিধা পৌঁছে যাবে।

শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছয়টি উপজেলায় এই শতভাগ বিদ্যুৎ সুবিধা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উপজেলাগুলো হলো: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, নারায়ণগঞ্জের বন্দর, নরসিংদীর পলাশ, চট্টগ্রামের বোয়ালখালী, কুমিল্লার আদর্শ সদর এবং চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট।

সকাল ১০টায় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকসহ অন্যান্যা কর্মকর্তারা।তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য শুনেন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশের সব মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে সরকারের লক্ষ্য অর্জনের প্রচেষ্টার অংশ হিসাবে ছয়টি উপজেলার শতভাগ মানুষ বিদ্যুৎ পেলেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে ৫৩৫ কোটি টাকা ব্যয়ে শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধা দেওয়ার এই কাজ সম্পন্ন হয়। যার গ্রাহক সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৫০ জন।

২০২১ সালের মধ্যে বাংলাদেশের সব মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে সরকারের লক্ষ্য অর্জনের প্রচেষ্টার অংশ হিসাবে ছয়টি উপজেলার শতভাগ মানুষ বিদ্যুৎ পেলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের বিদ্যুৎ এখন ৭৮ ভাগ মানুষ পাচ্ছে। ইনশাআল্লাহ আমাদের ৯৫-৯৬ ভাগ মানুষ বিদ্যুৎ পাবে। ৪৬৫টি উপজেলাকে খুব শিগগির শতভাগ, মানে অন্ধকারমুক্ত করতে পারব, অর্থাৎ বিদ্যুৎ দিতে পারব।’

‘বিদ্যুৎ ব্যবহারে সবাই একটু মিতব্যয়ী হবেন, সাশ্রয়ী হবেন। যত কম বিদ্যুৎ ব্যবহার করা যায়, সেটা যদি আপনারা করতে পারেন, আর্থিকভাবে আপনারা সাশ্রয় করতে পারবেন।’

বিদ্যুৎ উৎপাদনে সরকারের বহুমুখী পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাজ শুরু করেছি। ভারত থেকে ছয়শ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হয়েছে, নেপাল-ভূটানের সঙ্গে আলোচনা চলছে, সেখানে বিদ্যুৎ উৎপাদন করে আমদানি করবো।

সৌর ও বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্র করার উদ্যোগও নিয়েছি। কয়লাভিত্তিক বড় বড় বিদ্যুৎকেন্দ্র করার কাজও শুরু হয়েছে।’

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print