চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ডিটি রোডের লাকী হোটেলের সামনে থেকে মো. রফিক (৪৩) নামে এক সিএনজি অটোরিকশা চোরকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৯ নভেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি দেশিয় তৈরি অস্ত্র ও গুলিও উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদীপ কুমার দাশ বলেন, গ্রেফতারকৃত রফিক সিএনজি অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য চট্টগ্রাম, কুমিল্লা, বান্দরবান, রাঙ্গামাটি, সিলেট, নারায়নগঞ্জসহ পুরো দেশে বিস্তৃত রফিকের নেটওয়ার্ক। এ চক্রের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ২ হাজার সিএনজি অটোরিকশার মালিক।