ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা: কেন্দ্রে কেন্দ্রে অভিভাবকদের ভীড়

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নগরীর দামপাড়াস্থ বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের ভীড়।

সারাদেশে আজ রবিবার সকাল থেকে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এই পরীক্ষায় এবার চট্টগ্রাম নগরী ও জেলার ১ লাখ ৪৫ হাজার ৫শ ৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ৬৭ হাজার ৮ জন ছাত্র এবং ৭৮ হাজার ৫শ ৫৫ জন ছাত্রী। চট্টগ্রাম মহানগরী ও উপজেলা মিলে এ পরীক্ষায় অংশ গ্রহণ করা মোট শিক্ষার্থীদের মধ্যে মেয়ের সংখ্যা বেশি এবং গতবারের তুলনায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যাও কমেছে ৬ হাজার ৮শ ৫১ জন।

পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে নগরীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষ। গতকাল রাতে তোলা ছবি।

গতবার (২০১৭ সালে) চট্টগ্রাম জেলায় পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫২ হাজার ৪১৪ জন।

সকাল সাড়ে ১০টায় পরিক্ষা শুরু হয়েছে। আজ প্রথমদিন ইংরেজি। আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে বাংলা।

এদিকে সন্তানদের পরিক্ষাকে কেন্দ্র করে কেন্দ্রে কেন্দ্রে অভিভাকদের ভীড় লেগে আছে।  কেন্দ্রগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম জেলার মোট ৩ হাজার ৬৬৬টি প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৪৫ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এব মধ্যে মহানগরের পরীক্ষার্থীর সংখ্যা ৪৭ হাজার ২৯৪ জন। আর মহানগর ছাড়া জেলার পরীক্ষার্থী সংখ্যা ৯৮ হাজার ২৬৩জন। চট্টগ্রাম জেলায় ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৫ হাজার ৯৪৬ জন। ৩৪৯টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

একটি কেন্দ্রের বাইরে পরিক্ষার্থীদের সুবিধার্থে তাদের রোল নং এবং শ্রেণী কক্ষের তালিকা লাগানো হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা জানিয়েছে,এবার প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার সময়সূচি কিছুটা পরিবর্তন হয়েছে। প্রতি বছর বেলা ১১টায় পরীক্ষায় শুরু হলেও এবছর প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাছাড়া ছয় বিষয়ে ১০০ নম্বর করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print