ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

“ শিক্ষা খাতে বাণিজ্য মানবে না ছাত্রলীগ”- রনি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Mahamud
প্রবর্ত্তক স্কুল এন্ড কলেজ ছাত্রলীগ আয়োজনে মানবন্ধনে বক্তব্য রাখছেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।

শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গতি-প্রতিরোধক (স্প্রীড ব্রেকার) নির্মাণ, প্রতিষ্ঠানের দেওয়ালে ভাড়া দেওয়া বিজ্ঞাপন উচ্ছেদ, ডাস্টবিন অপসারন, প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ, সুপেয় পানি ব্যবস্থা, বহিরাগত নিষিদ্ধ এবং গরীব মেধাবীদের জন্য বৃত্তি প্রদানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ,প্রবর্ত্তক স্কুল এন্ড কলেজের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠান সম্মুখ প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময়  উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা দাবি সম্বলিত পোস্টার, প্লেকার্ড হাতে অবস্থান নেন।

কলেজ ছাত্রনেতা দ্রুব ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও ছাত্রনেতা নিলয় শুকুল অনিকের সঞ্চালনায় শিক্ষার্থীরা অতিদ্রুত ছাত্রলীগের উত্থাপিত ৭ দফা মেনে নেয়ার আহ্বান জানান।

মানববন্ধন চলাকালে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির নেতৃত্বে নগর ছাত্রলীগের একটি প্রতিনিধি দল প্রবর্ত্তক স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের ৭ দফার সাথে একাত্বতা প্রকাশ করেন।

একাত্বতা প্রকাশ করে নুরুল আজিম রনি এসময় বলেন, বর্তমান শিক্ষানীতিতে বাণিজ্যকায়নের কোন সুযোগ নেই কিন্তু এই প্রতিষ্ঠানের প্রাচীর জুড়ে প্রতিটি ১০,০০০ টাকার বিনিময়ে বিজ্ঞাপন ভাড়া দেওয়া হয়েছে। ব্যস্ততম শহরের পাশে হলেও এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তায় নেই কারও কোন আগ্রহ। বহিরাগতদের উৎপাত বন্ধ করতে হবে। একটি গতি-প্রতিরোধক স্থাপন করতে হবে। নয় দশকের প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানে যখন শুনি কোন শহীদ মিনার নেই তখন এই লজ্জা লুকানো যায় না। তাই ছাত্রলীগ দায়িত্ব নিয়ে বলছি, শিক্ষার্থীদের ৭ দফা মেনে নিন। কেউ ন্যায্য অধিকার লোপাট করবেন তা ছাত্রলীগ মানবে না। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে শিক্ষকদের ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি।

শিক্ষাখাতে নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোন প্রকার বাণিজ্যের তথ্য থাকলে তা নগর ছাত্রলীগ বরাবরে লিখিতভাবে অবগত করার পরামর্শ দেন তিনি।

এসময় বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াসিন আরাফাত কচি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, উপ-সম্পাদক আশরাফ উদ্দিন টিটু, সাইফুর রহমান রুবেল, শহীদুল ইসলাম শহীদ। এতে আরো উপস্থিত ছিলেন ওমর গণি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন পারভেজ, মোঃ মাহমুদ, আবু সাইদ মুন্না, আওরাজ ভূইয়া রনক, মোঃ জাহিদ ইসলাম, মোঃ হানিফ, ইউসুপ আলী বিপ্লব, ওমরগণি, মোঃ আলিফ, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম খুকু, শাহজাদা চৌধুরী, ইব্রাহিম রুবেল, জাহিদ বিন জাহাঙ্গীর, রবিউল ইসলাম রনি, চকবাজার থানা ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান রাসেল, মোঃ শাহরুখ, প্রবর্ত্তক স্কুল এন্ড কলেজ ছাত্রলীগ নেতা আফিসুল ইসলাম, শাহরিয়ার হাসান সাকিব, মিরাজ আহমেদ, শাহরিয়ার হাসান, তানজির ইসলাম, মোঃ জয়, সাইফুল আহমেদ, মোঃ সাগর, মোঃ জুনায়েদ, মোঃ ইরফান, সুজন নাথ প্রমুখ।

সর্বশেষ

বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠানোর ছবক দেয়া ভারত নিজ দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ -সমন্বয় রাসেল

বাকলিয়া কলেজকে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে

চলে গেলেন শ্যুটারে স্বর্ণপদক বিজয় সাদিয়া

সমুদ্রের নিচে ৪০ হাজার কিলোমিটারজুড়ে বসবে মেটার ক্যাবল

দায়িত্ব যদি পাই আমরা মালিক নয় সেবক হয়ে থাকবোঃ জামায়াতের আমির

নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ

বাংলাদেশ বিরোধী প্রচারণার বিষয়ে আজ কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print