খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ির ছনটিলা এলাকায় বজ্রপাতে মো: ফারুক হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ররাত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফারুক হোসেন ছনটিলা এলাকার বাসিন্দা শামছুল ইসলামের ছেলে।
পানছড়ি থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মো: আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে ঘরে ফিরে সোলারের ব্যাটারির পাশে বসে ভাত খাচ্ছিলেন তিনি। এ সময় বজ্রপাত হলে সোলারের ব্যাটারিতে আগুন ধরে যায় এবং ফারুকে মৃত্যু হয়।